ফুটবলের রাজা খ্যাত পেলে আর নেই। ২৯ ডিসেম্বর পৃথিবীর মায়া ছেড়ে ব্রাজিলীয় কিংবদন্তি এখন চিরতরে ঈশ্বরের কাছে। পেলের মৃত্যুতে শোকের ছায়া পৃথিবীজুড়ে। তবে তাঁর শতবর্ষী মা দোনা সেলেস্তে জানেন না ছেলের মৃত্যুর খবর।
পেলের ৭৮ বছর বয়সী ছোট বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো ইএসপিএনকে দেওয়া সাক্ষাত্কারে জানালেন, ‘মা নিজের জগতে আছেন। তিনি কিছু জানেন না। মাকে বলেছি পেলের জন্য প্রার্থনা করতে। কিন্তু কিছু বোঝেন না তিনি। ’ সর্বশেষ ২১ ডিসেম্বর পেলের সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন লুসিয়া। কথাও বলেছেন কিছুক্ষণ।
পেলের সঙ্গে সর্বশেষ সাক্ষাত নিয়ে তাঁর মা জানান, ‘বুঝতে পেরেছিলাম ওর দিন শেষ হয়ে এসেছে। আমাকে আশ্বস্ত করে বলেছিল, ঈশ্বরের হাতে আছি আমি। ’ ২৯ ডিসেম্বর পেলের মৃত্যুর পর থেকে সাও পাওলোর পেলে স্কয়ারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন ভক্তরা।