রাজ-পরীমণির সংসার আর টিকে নেই। তাদের ভালোবাসার উপহার কিংবা সুখস্মৃতি পুরোটাই সন্তান রাজ্যকে ঘিরে। আর তাই রাজের নতুন বছরের শুভ কামনায় নেই পরী, আছেন ছেলে রাজ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ইংরেজি নতুন বছরের শুভ কামনা জানান রাজ। তিনি লেখেন, ‘আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনে একটি দুর্দান্ত সময় কাটুক! তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আসন্ন বছর হয়ে উঠুক আনন্দময়। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন তুমি কখনোই তোমার জন্য রাখা আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। শুভ নববর্ষ ২০২৩।’
পুরো পোস্ট জুড়ে শুধুই রাজ্যকে নিয়ে লিখলেন রাজ। একবারের জন্যও স্ত্রী পরীর নামটি নেননি তিনি। ধারণা করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে রাজের পক্ষ থেকেও বিচ্ছেদের বার্তাকে মান্যতা দেওয়া হলো।
প্রসঙ্গত, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’