পুরুষদের আমি ঘৃণা করি: মধুমিতা

Spread the love

মধুমিতা সরকার। ছবি-সংগৃহীত

পুরুষদের ঘৃণা করেন কলকাতার অভিনেত্রী মধুমিতা! এমনটা জানালেন নিজের মুখেই! সম্প্রতি কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার সাথে একটি সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন মধুমিতা। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে তিনি টলিউডের চলচ্চিত্রে কাজ করছেন। টলিউডের গণ্ডি পেরিয়ে অভিনেত্রী পৌঁছে গেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। সম্প্রতি একটি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন মধুমিতা। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্য জগৎ। আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। তার জন্য আমায় অনেকটা ওজনও বাড়াতে হয়েছিল। আমার এই বিষয়টা শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে। আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি পর্যন্ত করতে হয়েছে নিজের সাথে। আমিও আবার অনেক সময় কারো বুকে লাথি মেরে দিয়েছি।’
মধুমিতা

বলিউডে কাজ করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, “আমি নিজেকে সব রকম দিক থেকে তৈরি করার চেষ্টা করছি। আমি নিজে খুব একটা কোথাও চেষ্টা করছি না। তবে হ্যাঁ, বাইরে থেকে যদি তেমন কোনো সুযোগ আসে, পছন্দ হলে আমি ঝাঁপিয়ে পড়ব। একটা হিন্দি কাজও আমার হওয়ার কথা। ‘দিলখুশ’ মুক্তি পাওয়ার পরই আমি যাব কথা বলতে। নিজেকে এমনভাবে তৈরি করতে চাই যাতে সব জায়গা থেকে সুযোগ আসে।”

অভিনেত্রী কি এখনো সিঙ্গেল নাকি কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমন প্রশ্ন করতেই অভিনেত্রীর কড়া জবাব, ‘আমি কাজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। কাজ নিয়েই থাকতে চাই। আর বিশ্বাস করুন, আমি পুরুষদের ঘৃণা করি।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা