শিক্ষার্থীকে বাসচাপা দেয়ার ঘটনায় বাস চালক-হেলপার গ্রেপ্তার

Spread the love

রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা।

গতকাল রোববার এ ঘটনায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা দায়ের করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. আ. আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেয়া ভিক্টর পরিবহনের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।

তাদের সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ রয়েছে।

রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া। এই ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। এছাড়া সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করার কথা রয়েছে।