আঁখি আইসিইউতে, দোয়া চাইলেন স্বামী

Spread the love

অগ্নিদগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শারমিন আঁখির স্বামী ও নাট্যনির্মাতা রাহাত কবির।

তিনি বলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি ঘটেনি। এখন মুখ দিয়ে সরাসরি হালকা পরিমাণে খাবার খেতে পারেন শারমিন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়েছেন। কিন্তু আইসিইউতে নেওয়া তো ভালো না বলে জানি। এখন কী হয় তা আল্লাহই ভালো জানেন।

রাহাত কবির দেশবাসীর কাছে শারমিন আঁখির জন্য দোয়া চেয়েছেন যেন শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি শুটিং বাড়িতে ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন। ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।