বিয়ের খবর প্রকাশ্যে আসতে না আসতেই স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া ও অর্থ-গয়না চুরির অভিযোগ তুলেছেন বলিউডের মিরচি গার্ল রাখি সাওয়ান্ত। ইতোমধ্যে তার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন আদিল। এবার স্বামীর বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ তুলেছেন এ অভিনেত্রী।
রাখি সাওয়ান্তের ভাষ্যমতে, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল। সেসব ভিডিও বিক্রিও করেছে। এ নিয়ে আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’
তার অভিযোগ, আদিল তাকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিল। এমনকি স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন রাখি-আদিল। তবে গত মাসে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ সময় তাদের বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুসলিম যুবক আদিলকে বিয়ের পর নিজের নামও পরিবর্তন করেন রাখি। নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে তিনি হন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।
সূত্র: হিন্দুস্তান টাইমস